![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
ঘুরেফিরে তবু তোমাকে মনে হয়, তোমার কাছেই ফিরে আসি। তোমার দরজায় টোকা দেই। তোমার কাছেই শিশু হই। তোমার কাছেই সকাতর আবেদন করি। কোথায় যাবো আমি ? কোথায় রাত কাটাবো ? আমি যে সূর্যের মতোন তোমার থেকেই উদিত হই আর তোমার পটেই এসে অস্ত যাই, কিংবা সমুদ্রের জলের মতোন ঘুরেফিরে তোমার কাছেই ফিরে আসি। ঘুড়ির মতোন আমি দিগন্তে উড়ে উড়ে আবার তোমার হাতের মুঠোয় আসি। তুমি যে বৃত্তের কেন্দ্রবিন্দু। যেখানেই স্থিতি নেই না কেনো ব্যাসের মতো তোমার বিন্দু অতিক্রম করতেই হয় আমাকে।
আমি বৃত্তের খোলস ভেঙে কতবার উতরে যেতে চেয়েছি। তোমার আবেশ আর আমন্ত্রণ থেকে পালাতে চেয়েছি। কতবার কসাইর মতোন তোমাকে হত্যা করেছি, তবু তুমি যাদুমন্ত্রে করব থেকে উঠে আসো । খিল খিল হাসো। অবুঝ শিশুর সামনে বাহানার সরঞ্জাম তুলে ধরো। আমি খেলনার গুটি ভেবে আবার তোমার কোলে এসে বসি। তুমি আলিঙ্গন করো। দেখাও পুথিবীর গভীর প্রপাত। তারাভরারাত। অরণ্য আর ফুলের কানন। আমি জীবনের দুঃখ আর দৈন্য ভুলে যাই । তুমি নরম সুরে গান ধরো। তাই দেখে নদীরা আবার কালনিরবধি কলকল ধ্বনি তুলে চলতে থাকে। চলতে থাকে ............
এ কোন বৃত্তাবদ্ধ ভাবনায় আমি ন্যুজ্ব পড়ে থাকি !
২০.০৩.২০১৩
©somewhere in net ltd.