![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------
এখানে উঁচু-নিচু ভেদ নেই, সবাই সমান, রেলের পাতের মতোন, বর্ষার প্লাবিত প্রান্তরের মতোন। কাঠফাটা দুপুরের সূর্যলোকের মতোন। এখানে সবাই সমবেত, একই আলোবাতাসে। একই মিছিলে সবাই মুষ্ঠিবদ্ধ হাতে সংগ্রামমুখর। এমনকি পশুপাখি। একই কোলাহলে, একই শপথে, একই মত্ততায় সবাই নৃত্যরত। এখানের ভাষা এক, স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনবর্ণ এক ও অভিন্ন,পশুদের, মানুষের, ছাগলের, গণ্ডারের, এমনকি বৃক্ষের। এখানে সবাই ক্রমশ ন্যুজ্বমান, দুর্বল এবং সমর্পিত।.......
তুমি যতদূরে যেতে চাও, এখানে আসবেই, ভালোবাসবেই। কেনোনা এখানে সবাই আসে। ভালোবাসে। জন্ম আর মৃত্যুর মতোন এক অনিবার্য আকর্ষণে আসতেই হয়, এখানে প্রাণ জন্ম হয়, প্রাণের কারখানা এখানে ; এখানে আত্মা আকার পায়। তারপর ছড়িয়ে পড়ে জনপদে, জঙ্গলে সমুদ্রে, পৃথিবীর অবাধ বিচরণ ক্ষেত্রে,.........তুমি যেখানেই যেতে চাও, ফিরে আসবেই !!
২০.০৩.২০১৩
©somewhere in net ltd.