![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------------
রাজধানীতে মার্চের সন্ধ্যায় একপশলা বৃষ্টি হয়ে গেলো। রাজপথে কিছু ভেজাধুলোর গন্ধ আর আদ্র বাতাসে তোমাকে নিবিড় মনে হলো প্রিয়তমা। কেনোনা এই আগুণঝরা মার্চের এই সন্ধ্যায় তুমি একপশলা বৃষ্টি দিয়েছিলে আমাকে, আমি সেই বৃষ্টির ছোঁয়ায় কদমের পরশ পেয়েছিলাম। আজকের সন্ধ্যায় কদমের গন্ধে হৃদয়মন ভুরভুর করে উঠলো, মনে হলো তুমি এইমাত্র একঝলক স্নান সেরে আধুনিক প্রসাধনে সেজে কুলোর ভেতর থেকে উপস্থাপিত হলে, আর তোমার কোমল দেহ থেকে বিচ্ছুরিত ঘ্রাণে আমি নিজেই হয়ে উঠলাম সুবাসময়। কী যে পুলকে প্লূত হলাম আজকের এই মার্চের সন্ধ্যায়, মনে হলো প্রিয়তমা তুমি আজরাতে ষোলকলায় পরিপূর্ণ আবেশে অভিনন্দিত করবে আগুন্তুকের।
অসময় অবেলায় বৃষ্টি হলে বড় বেপরোয়া হয়ে উঠি আমি, পড়াফাঁকি দেয়া মেধাবী ছাত্র হয়ে যাই। তোমার অন্তর্গত ঘরদোর ঝাঁট দাও আজ, এই সন্ধ্যার বৃষ্টিতে ধুয়ে মুছে যাক আবাঞ্চিত বাসনাগুচ্ছ, সিংগদরজা খুলে রাখো প্রিয়তমা আজরাতে রাজা আসবেন তোমার সাম্রাজ্যে। পরিদর্শনে তোমাকে দেবে আবহমান বীজ, যা থেকে সহসাই ফলে উঠবে চেতনার বৃক্ষ।...................
২২.০৩.২০১৩
©somewhere in net ltd.