![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
এক শক্ত দীর্ঘ লাঠি নিয়ে রাত্রি জাগি ; চোর ডাকাতের ভয়ে নয়, জলের গভীরের রঙিন মাছ ধরতে। তাই দেখে তুমি ফিকফিক হাসো। তাই দেখে হাসে আমার কামনার রাজহাঁসও। জলের গভীরে যখন ডুবলাম, দেখি রঙিন মাছগুলো চলে গেছে জলের গহীনে ; পাতালের কাছাকাছি। আমার কি সাধ্য আছে ? সে মাছকে জালের ভেতর বন্দি করবো। লাঠি দিয়ে সে মাছকে আমি যতই তাড়া করি, কামনার মাছসব দূরে দূরে পালায়, আমার মাথা তখন পড়ে থাকে ধাঁধাঁয়!
এভাবে প্রায়শ আমি এক রঙিনমাছ শিকারে জলের গভীরে নামি, পাতাল পাই না তাঁর। যখন তীরে থাকি, মাছগুলো ভাসে জলের উপর, শ্যাওলার মতোন, কিংবা জলপদ্মের মতোন ফুটে থাকে। যখনই শিকারে বেরুই, সোনালী মাছ গুলো ধরতে ; আর অমনি শোঁ মেরে নাগালের বাহিরে চলে যায়।
আজীবন রাত্রি জাগি দীর্ঘ লাঠি নিয়ে,
মাছগুলো রাজপথে উঠে আসে বৃষ্টি এলে, কিংবা ফুলে ফুলে যখন ফুলেল হয়ে ওঠে বৃক্ষ তখন। এভাবে আমি এক আবহমান মাছি, জাল ফেলি বঙ্গোপসাগরে, ফেলতেই সাগর আরও গভীর হয়ে আসে ; আমি শুধু সাগরে ভাসতে থাকি, রঙিন মাছেরা আমাকে দেখে ফিক ফিক হাসে, পরের দিন লোকালয়ে এলে, মাছ শিকারের কথা মনে হলে আমার ভীষণ লজ্জা লাগে, মনে হয় কেনো আমি প্রতিরাতে মাছ শিকারে বেরুই, পিচ্ছিল মাছগুলো আমার হাতের মুঠোয় এসে পিছলে পালায়, আমি বোবার মতোন চেয়ে থাকি।....................
২৩.০৩.২০১৩
©somewhere in net ltd.