![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
খেতে ছিলো হলপলা দীর্ঘমোটা বেগুন, রাঙা টমেটো, আর বৃক্ষে কমলা, পেঁপে ; আষাঢ়ের ফজলী আম ; সব সময়ের ঘাতে পঁচে গলে যায়, কোল্ড স্টোরেজ আর ফ্রিজ এসব কদিন আর টাটকা রাখতে পারে হায়? তবু আমি এক আবহমান কৃষক শ্রম ঘাম আর প্রেমের বিনিময়ে চাষাবাদে ফলাই ফসল, খেতে খেতে কিংবা খেতে উদ্যত হতে কিংবা দেখতে দেখতেই বড় বেশী বেলা হয়ে যায়, বেলাকে বলি একটু ধীরে যাও, কিছুতেই শোনেনা কিছু সে। আমি এক কাঁচামালের ব্যবসায়ী, আমার পেঁপে,টমেটো, আর ফজলী আমি গলে গলে যায়, আমার দীর্ঘমোটা বেগুন পঁচে পঁচে যায়।
আমরা এক রবীশস্যের খেত, রোদে পুড়ি, জলে ভিজি, ঝঞ্ঝায় লণ্ডভণ্ড হই, তবু ফলাই আবহমান ধান, বেগুন, টমেটো আর কমলা। আমরা যতনে অনশ্বর রাখিতে চাই আমাদের শ্রমফল ; মন্ত্রে পাওয়া এই নন্দন শরীর। তবু ‘কাল’ এসে আমাদের বিকল করে। কিশোরীর স্তন দুধ হয়ে গলে গলে এক সময় চোচা হয়ে যায় ; আমরা রুগ্নতায় নগ্ন হই ; ভগ্ন হয়ে এক সময় পাঁজর ছেড়ে পালাই............ অজানায়, দিগন্তের অথই সীমানায় ...........
২৪.০৩.২০১৩ (বিকেল)
২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভালো লাগলো ভাই ,
তবু ও জীবন যতদিন আছে খাঁচার যত্ন নিতে হবে
কারণ খাঁচা দুর্বল হয়ে গেলে পাখিটা কষ্ট পাবে।