![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
চুল বাড়ছে, বাড়ছে নখ, আগাছা বাড়ছে, কেউ মেলছে পালক। চুল কাটি, নক কাটি আগাছা বাছি, আর পালক নেড়েচেড়ে অভ্যন্তরে ঢুকে পড়ি, তারপর কফ থুথু পুঁজ সব ধুয়ে মুছে কৃত্রিম ঝর্ণার জলে গা এলিয়ে পবিত্র হই, শুদ্ধ সাবলীল ধ্বনির ব্যঞ্জনায় তোমাকে নিয়ে আকাশ দেখি। ওদিকে তোমার পতিত ভূমি ফলবতী হয়, চৈত্রের চৌচির প্রান্তরে চলে সেচকাজ। আর তোমারও ফুরফুরে হয়ে আসে মেজাজ।
ফলের ভেতরে ফল হয়, এক অদৃশ্য কারিগর ভরে দেয় তোমার শূন্য জরায়ূর অভ্যন্তর, কী সুন্দর হলপলা পবিত্র নরম মোলায়েম শস্য নাড়ি ছেড়ে চলে আসে মৃত্তিকার পৃষ্ঠে ; আবার তারও চুল বাড়ে, নখ বাড়ে খিদে পায়, আগাছা হয়, তাকেও আব্বা বলে তাঁর তনয়।
এভাবেই বাবারা আসে, বাবারা যায়, নিপুণ কারিগর মাতে অদৃশ্য খেলায়।
২৫.০৩.২০১৩
©somewhere in net ltd.