![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
ফুলতো ফোটেনি কোথাও, তবু কেনো ম ম করছে আমার মন ;
তুলতুলে অনুভবের স্পর্শ যেন ভাসছে এই নিঝুম রাত্রিওে ;
কী মধুর এই দক্ষিণায়নের অনুক্ষণ,
ভালোলাগার আনন্দ ভাসছে হৃদয়ের পাড়ে।
তুমি বুঝি এসেই গেছো এপ্রিলের এই রাত্রিনিঝুমে ;
ফুলবতী বিছানায় তাই, পাঁপড়ি ঝরছে অনবরত ;
কী যে পুলক তোমার কল্পনার মুখ চুমে,
কালের প্রবাহে রাত গড়ায় আদিঅন্তহীন, চলে তোমার ব্রত।
এসো, চলে যাবো তুমি আমি ভূগর্ভস্থ্য এক মহা আনন্দে ;
দুজনার হৃদ্যতায় জন্ম দেবো তৃতীয় বিশ্বের এক মহানায়ক ; ধীরোদাত্ত,
ভালোবাসাদের জমা রাখবো মনের অলিন্দে,
প্রজন্মের স্বরে দারিদ্র আর দুনীর্তিমুক্ত বাংলাদেশের আহবান থাকবে ; উদাত্ত।
কল্পনায় তুমি গর্ভবতী হও আর আমি হই বাবা ;
স্বপ্নেই রাজভোগ মুখে তুলে ধরে বলো : ‘খাবা’,
০১.০৪.২০১৩
©somewhere in net ltd.