![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
আঁধারের গভীরে হাতের মুঠোয় আসে তুলতুলে মাছ,
টগবগ করে করে ওঠে সাত সমুদ্রের জল ;
ফুল ফোটায় গুচ্ছ গুচ্ছ, পৃথিবীর সব গাছ,
পাতাল রেলে আবহমান ট্রেন চলে অবিরল।
রাতের আঁধারে তুমি আমি হয়ে উঠি সেরা রঙিন,
ঢাকনা তুলে রাজভোগ তুলে ধরো ক্ষুধাতুরের মুখে ;
তখন শুধে যায় আমাদের চিরায়ত বকেয়া ঋণ,
পাখিরা গান ধরে নব কিশোলয় শাখে।
তোমার ঘ্রাণে ক্রমশ জাগে আবহমান পুরুষের সত্তা,
লাঙলের ফলা তুলে মৃত্তিকার দেহ চিরে ছিটোয় বীজ ;
ফুলে ফসলে ভরে পৃথিবী প্রান্তর, সবিতা ;
তুমি আর আমি নিয়েছি যেন পৃথিবীর ভূমি লীজ।
এভাবে তোমার আমার দেহের নির্যাসে জন্মে চেতনা
নদী, নক্ষত্র, মাটি আর মানুষের তাই এত বেদনা।
০২.০৪.২০১২
©somewhere in net ltd.