![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মৃতদেহের মতোন তোমার ভালোবাসা মাটিচাপা দিয়েছিলাম
ভালোবাসা হত্যাকারী আমি, ভালোবাসাকে গোপণ করবার জন্য
মাটি চাপা দিয়েছিলাম,
জীবনে কেউ যাতে কোনোদিন ভালোবাসার লাশের সন্ধান না পায় __
কোনো গোয়েন্দা সংস্থা, কিংবা তুখোর কোনো তদন্ত কমিটি,
ভালোবাসার একতিল আলামতের নমূনা সংগ্রহ করতে না পারে।
আমি ভালোবেসে পাথরে ফুল ফোটায়েছি
এ কথা পৃথিবীর কাউকেই আমি জানাতে দেই নি,
ভালোবেসে আকাশের নক্ষত্র মাটিতে আনা যায় সেটা শুধু আমিই জানি,
ভালোবাসার পাখায় ভর করে পৃথিবীর আচার্যগুলো ঘুরে আসা যায়
সেটা শুধু অমিই জানি।
ভালোবেসে রমণীর দেহে বাসা বাধা যায় অনাগত কাল, সেটা আমার
চেয়ে পৃথিবীর কে আর ভালো বোঝে ?
অথচ ভালোবাসা, তোমাকে হত্যা করে আমি মাটিচাপা দিলাম
তবু তুমি পৃথিবীর আলোতে আসতে চাও, কবিকোম্পানী প্রাইভেট লিঃ_
এর আলোচনার বিষয় হতে চাও,
নমিতা তোমার ভালোবাসাকে আমি হত্যা করেছি, আমি ভালোবাসা
হত্যকারি।
০৪.০৪.০২০১৪
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০
অনুপম অনুষঙ্গ বলেছেন: নতুনত্ব নিয়ে আসলাম
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫
একজন ঘূণপোকা বলেছেন:
শিরোনামটা এমন কেন??