নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

শাফিক আফতাবের একগুচ্ছ কবিতা

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

আমি তো কাউকেই দেবতা জানিনা /

শাফিক আফতাব /



তুমি ফিরিয়ে দিলে আমি আর কোথায় যাবো

আমি তো কাউকেই দেবতা জানিনা।



অনেকেই দেবতার অভিনয় করেছিলো

আমি বিশ্বাস করিনি__সুনিপুণ অভিনয় ভেবেছি

অনেকেই কলিজার ভেতর থেকে মন খুলে পলিথিন ভর্তি করে দিতে চেয়েছিলো

অনেকেই তার বিস্তীর্ণ খাসমহল নামে লিখে দিতে চেয়েছিলো

আমি ওসব অভিনয় ভেবেছি

তুমি শুধু হৃদয়ের সুবাস দিয়েছিলে

ভালোবাসার জন্য দাও নি কেনো শর্ত

তুমি শুধু আমাকে ধারণ করেছিলো, ফুলের পাঁপড়ির

সুবাসে দিয়েছিলে স্বর্গবতী ফুল।



আজ সেই তুমি ফিরিয়ে দিতে চাও

আমি কার দুয়ারে যাবো, কার কাছে মাথা কুঁটে মরবো

আমি তো কাউকেই দেবতা জানিনা।

০৫.০৪.২০১৪

>>>>>>>>>>>>>>

পথ খুঁজে পাই না, পথগুলো থেমে গেছে,

কিংবা পথেরা হাঁটতে হাঁটতে বড়ই ক্লান্ত,

পথ পায়ের তলায় জড়িয়ে যায়

পখ আর হাঁটতে চায় না ।



নদীর জলে গা ভাসাই

কিংবা সময়ের কাছে সমর্পণ করি

পথ ঠিকই পথ চিনে নেবে

..........................................

'' তুমি আমায় ফিরিয়ে দিলে

আমি এখন কোথায় যাবো''

//////////////////////////////////////////////////



তুমি ফিরিয়ে দিয়েছো বলে আমার আর ভালোবাসার নেশা নেই/

শাফিক আফতাব /



আমার কোথাও যাবার কোনো পথ ছিলো না __

তুমি ছিলে,

বাঁচার অবলম্বন, ভালোলাগার, ভালোবাসার একামাত্র অনুষঙ্গ ছিলে তুমি,

সেই তুমিও বদলে গেলে __

এখন আমি কোথা গিয়ে দাঁড়াই

কার কাছে দাঁড়াই

কাকে বলি, বড় তৃষ্ণা আমার ভেতর

অনেক কথা জমা আছে আমার, অনেক ভালোবাসা জমা আছে,

বহুদিন ভালো না বেসে না বেসে কৃপণ এক কৃষকের মতোন

অনেক ধানে গোলা ভরেছি।

আমি তোমার জন্যই মরেছি আর বেঁচেছি।



আমি আর কোথাও যাই না __

তুমি ফিরিয়ে দিয়েছো বলে আমার আর নেই ভালোবাসার নেশা,

তুমি কষ্ট দিয়েছো বলে ভালোবাসার সাধ আমার মিটে গেছে,

আমি আজ গোলাপ ছিঁড়তে কষ্ট পাই

শিশিরের শব্দে শুনে দুঃখ পাই,

ভুল গেছি নান্দনিক শব্দচয়ন,

ভুলে গেছি ভালোবাসার আঙ্গিক, গঠন, আর পঠন-পাঠনের সূত্রাবলি।



আমি আর কোথাও যাই না,

ভালোবাসি না

ভালোবাাসাহীন এক নিথর পাথর পড়ে থাকি, ঝর্ণাধারায়...

০০৫.০৪.২০১৪

................>>>>>>>>>>>>>>>>>>





>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ক্ষমতাই বল /

শাফিক আফতাব/



দল করো বল হবে

নয়তো গ্যারাকল

কালো টাকা সাদা করো

নয়তো খল।



খল হলে জল পাবে

নয়তো সরল

সরলের ভাত নেই,

সৎ-এর তাঁত নেই

দ্যাখো তবে ক্ষমতাই বল।

০৬.০৪.২০১৪

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

আমি তোমার যোগ্য ছিলাম না কোনোদিন/

শাফিক আফতাব/



তুমি ভালোবাসতে পারো, যেমন বিশ্বাস হয় নি

অনুরূপ স্বপ্নই মনে হতো__

কড়কড়ে টাকার নোট হাতের মুঠোয় আসলে

মনে হতো চেরাগ আলীর কাণ্ড,

তোমাকে অমন বাজিকরের হাতের মুঠোর মনে হতো

এক অলৌকিক উপহার।



আজও যখন কাছে আসো,

মন ভরে ভালোবাসা দাও, ফুটন্ত ফুলের সুবাসে ম ম করো,

হাতের মুঠোতে ধরা দাও রঙিন মাছ,

কিংবা নিয়ন্ত্রিত সীমানায় দিনের মতোন পরিস্কার

তখনো সন্দেহ হয়,

এই তুমি কী করে আমার হলে !

আমি তো তোমার যোগ্য ছিলাম না কোনোদিন



তোমাকে পাওয়া স্বপ্নই মনে হয়। মনে হয় ঘোর কেটে গেলে

তুমি মিলে যাবে, হাওয়ায়__ দৃষ্টি সীমানার বাহিরে।

০৬.০৪.২০১৪

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

জীবনের মুখোমুখি আবার করলে তুমি

কেউ কারো নয়__আবার নতুন করে বুঝালে।

একাত্মতার, হৃদ্যতার যে অভিনয করে চলি সর্বদা

তা জীবনযন্ত্রের স্বভাব

আর ভালোবাসা ? সে তো অলৌকিক প্রভাব।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



ক্ষুধার রাজ্যে প্রেম বড় কামুক

বর্ষার জলে প্রদাহিত শামুক।

>>>>>>>>>>>>>>>>>>>>>



শাঁই /

শাফিক আফতাব /



এই বেঁচে থাকা আসলে যাদু

আমরা সবাই আস্ত সাধু

হাওয়ার প্রাণে ট্রেনে চলি

মন্ত্রবলে ফোটেই কলি

সেই যাদুকর দড়ির টানে

চালায় মোদের পবনযানে

কোথায় থাকে রমণ স্বপণ

কোথায় আবার মদনসদন

হাওয়ার টানে চলছি তাই

চালায় আবার গোপণ শাঁই



শাঁই-এর খোঁজে রাত্রিদিনে

সদাই থাকি উদ্বিগ্নে

কোথায় পাবো শাঁইয়ের দেখা

মনে ভাসে উৎসরেখা

বেঁচে থাকাই যাদুর টোনা

বুঝতে পারো লক্ষ্মীসোনা ?

০৭.০৪.২০১৪

>>>>>>>>>>>>>>>>>>>>>



মানবীবৃক্ষে বাড়ছে কলাফুল /

শাফিক আফতাব /



মানবীবৃক্ষে বাড়ছে কলাফুল,

পাতাগুলা দুলছে ঝড়ের ঝাঁপটায় __

বিদ্যুৎ চমকাচ্ছে মনের খাপটায় ;

বর্ষায় প্লাবিত নদীর দুকূল।



দেহ চিরে বেরুচ্ছে রমণের লতা,

মনে চিরে বেরু্চ্ছে গীতিকবিতা __

দেহের কোটরে মানবের আবাস ;

নির্ঘুম নির্জন অথচ কারবাস।



নিমিষেই তুমি উত্তেজিত,

স্খলনে আবার হও প্রশমিত __

কোথা হতে এলো শিশির বিন্দু ?

ভরাই তো আছে অপার সিন্ধু।



শূন্যেই পাচ্ছো ভালোবাসার ফল

হাওয়ার মিঠাই যেন, অথচ তরল।

০৭.০৪.২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.