![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভাতের ভাবনায় দিন যায়, উৎকণ্ঠায় নিভে যায় কণ্ঠের লণ্ঠন
মেধারা হাহুতাশ করে নীরবে ক্ষুধার্ত শিশুর মতোন ঘুমে যায়
দেশে নাই খাদ্যের সুষম বণ্টন
আমাদের দুঃখ দৈন্য দশায় তাদের কী আসে যায়।
নিবার্হী আদেশে চলে রাজপথ, বৃক্ষের পাতা আর দুষিত বাতাস
লুটেরা কুট কুট করে কাটে বনভুমির সবুজ বৃক্ষ
অন্ন নই বস্ত্র নেই__ আমাদের জীবনের আবার লক্ষ্য ?
হাভাতে মানুষর হয় কতটুকু মেধার প্রকাশ ?
মানুষ আজ বিকল্প উপায়ে অর্থ উপার্জনে সিদ্ধহস্ত
কায়িক পরিশ্রমে জীবনযাপনে আজ মানুষের বড় কষ্ট হয়
যদি সে পায় শ্বশুর কিংবা মামাবাড়ি ধন কিংবা বিনামূল্যে হরিণীর গোস্ত
কেনো সে ছক্কা মেরে করবে না জীবনের চুড়ান্ত বিজয়।
ভাতের ভাবনায় দিন যায়, উৎকণ্ঠায় নিভে যায় কণ্ঠের লণ্ঠন
মেধারা হাহুতাশ করে নীরবে ঘুমায় ক্ষুধার্ত শিশুর মতোন।
০৮.০৪.২০১৪
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: ঠিক কইছেন ভাইরে
২| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২
আজীব ০০৭ বলেছেন: কায়িক পরিশ্রমে জীবনযাপনে আজ মানুষের বড় কষ্ট হয় ...........।
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবধর্মী একটি কবিত পড়লাম ------দারুন লেখা
কবিতা কথা বলে
০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা করি
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ...........।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৩
শাহ আলম বাদশাহ বলেছেন: ভাল লাগল। কিন্তু ভাইরে এভাবে একতরফা লিখে গেলেই কি হবে? অন্যের লেখাও পড়ে মন্তব্য করুন দেখবেন আপনার লেখাও লোকে পড়বে। আর মূল্যায়ন না হলে লিখে কী লাভ?