![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি তো পারি নাই কাউরে ভালোবাসা দিতে
কীভাবে ভালাবাসতে হয় তাও জানিনা গবেট ছাত্র আমি
আমি শিখি নাই কীভাবে ফুল নিতে হয় কারো হাতে
আমি তো জানিনা নারীর ভালোবাসা হীরের চেয়ে দামি।
রমণীর মানভাঙার সূত্র আমি শিখি নাই কোনো পাঠ্য বইয়ে
ছলনার সূত্রাবলিও জানিনা, যেমন জানি উচ্চতর গণিতের সূত্র
কেমন বিলাসী আর কামুক হয় স্বৈরচারী রাজার পুত্র __
আমি তো চিরকালই থাকলাম আনাড়ি বোকা আর গাইয়ে।
জীবনে আমার তাই কেউ হইলো না আপন, হৃদয়ের মানুষ
কারো জন্য আমি দিলাম না দুফোটা রক্ত, হৃদয়ের সুবাস
এ জীবন আমার এমনই গেলো, আমি শুধু মানুষের মুখোশ
আমার ভেতরের কষ্টের পদাবলির হলো না এতটুুকু প্রকাশ।
জীবন আর ফিরে যাবেনা, পুকুরপাড়ের মাটির ঢিলাটির উপর
মনের কার্ণিশে চিরদিনই বাজিবে সুরঞ্জনার ঝমঝম নুপুর।
১৪.০৬.২০১৪
©somewhere in net ltd.