![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
এই পথ কোথায় হারাবে, জানিনা, এই যে তুমি আমি বেঁধেছি ঘর, শূন্য বালুচর, আলেয়ার ছায়া, তোমার আমার ভালোবাসার মায়া, কতদিন আমাদের উজ্জীবিত করে যাবে, কত কত দিন দেখো কদমভেজা দুপুরগুলোতে মেঘের সাথে আমাদের হৃদ্যতা, ছন্দের ব্যঞ্জনা, গীতিকবিতা, কত প্রাঞ্জল আবেগের পরিপুষ্ট শব্দের ভাষা, হৃদয় খুলে ভালোবাসার কত মধুর মুহূর্ত, কত মদির অনুভবের পুলক, কোথায় হারাবে, দেহ থেকে প্রাণ উবে গেলে পর, আমরা শূন্য বালুচর, আমাদের ভালোবাসারা হাওয়ার ফুল,__তবু ভালোবেসে মানুষ পাথরে ফোটায় পুষ্পকলি, ভালোবেসে তবু মানুষ লেখে পদবলি........
আমরাও ভালোবেসে ছনে ছাওয়া ঘরে এনেছিলাম অমরার পালংক, জীবনের সব কলঙ্ক মুছে বুষ্টির জলে ধুয়ে শুদ্ধ হয়েছিলাম, হৃদয়ের সুবাসে পুথিবীর বিরাণ প্রান্তরে সুরভিত করেছিলাম, __এখন ভালোবাসার বৃ্ক্ষে ঝরাপাতাদের ক্রন্দন, পথের শেষের ভয়, এই পথ চলা একদিন শেষ হবে নিশ্চয়, সেদিন কোথায় মিলবে ভালোবাসারা আমাদের,
ভোরের শিশিরের কাছে মিশে রবে ? ফুলের বৃত্তি মেলে দৃষ্টি কাড়বে প্রজাপতিদের ? কোথায় মিলবে আমাদের ভালোবাসার পথ ? কোন অকূল আকাশের গায়ে, অজনায়, অনন্তে ....[১৯.০৬.২০১৪]
১৯ শে জুন, ২০১৪ রাত ১১:৩৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা করি
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৫
সুমাইয়া আলো বলেছেন: ফাইন কবিতা কবি গেন্দু মিয়া