![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
জীবন তোমাকে যাপন করতে শুধু দুবেলা দুমুঠো ভাত চেয়েছিলাম।
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।
আমি বলিনি রাজপ্রাসাদের মখমলের আনন্দ আমার দরকার।
তিন রমণীর স্বামীও হতে চাইনি।
বিদেশি মদ আর মাগিদের মিশ্রণে রঙিন আঁধাঁরও চাইনি।
আমি শ্রাবণের বৃষ্টিধারা চেয়েছিলাম।
দুবিঘা ফসলি ভূমি চেয়েছিলাম।
পৈত্রিক সূত্রে, না হয় নিজেরই কায়িক শ্রমে।
ঘুষে উপঢৌকনে কিংবা যৌতুকের বিনিময়ে উপহারে চাইনি।
জীবন আমি তোমাকে শুধু যাপন করতে চেয়েছি।
শাকপাতা ভাত,
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।
এইটুকু অধিকার তোমাকে দিতে পারলাম না জীবন
এখানে কাজের পারিশ্রমিক নেই, ভালোবাসা দেবারও প্রেমিকা নেই
শুধু আছে মুখের বুলি, কী সুন্দর রঙতুলি, আর অলিক কলিগের ছল,
মিথ্যে মদির মধুর রাত,
জীবন তোমাকে যাপন করতে চেয়েছি, আপন কেউ হয়নি,
তোমার থেকে পালিয়ে বেড়াই ।...............২০.০৬.২০১৪
২১ শে জুন, ২০১৪ রাত ৮:৩৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা করি
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৯
হাসান বিন নজরুল বলেছেন: সরল চাওয়া...তবুও অভাগার অল্প চাওয়াও অপূর্ণ থেকে যায়