![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
পথ চলতে চলতে এক সময় পথ ছেড়ে দিতে হয।
যখন রক্তের ঘনত্ব বাড়ে__অনায়াসে আপনাতেই।
দ্রুততম মানব ছিলে তুমি একসময়। এখন স্থবির পড়ে থাকো।
কেউ তোমার কুশলতা জানতে চায় না। একদিন তুমিও
কাঁপাতে মাঠ, মৌমাছির মতোন অনেকেই লেপটে ছিলো তোমাকে।
তুমি একসময় গরম করতে চায়ের স্টল, সন্ধ্যা আড্ডা।ডাকপিয়ন
তোমাকেও খুঁজতো। অপরিহার্য ছিলে একদিন তুমি।
রক্তের ঘনত্ব বেড়েছে বলে তোমার নিজের চলতেই হাপিসটিপিস।
তুমি বরফের মতোন জমে যাচ্ছো।
পণ্ডিতের মতোন মিতবাক হচ্ছো__তোমাকে নিষ্প্রয়োজন এখন তাই।
©somewhere in net ltd.