নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

শান্তি আছে মৃত্তিকার ভাঁজে, শ্রমে আর মানবিক প্রেমে : শাফিক আফতাব :

২২ শে জুন, ২০১৪ দুপুর ২:২৮

জীবনকে বলেছিলাম : বড় আশা করতে নেই।

এই দ্রব্যমূল্যের বৃদ্ধির যুগে খেয়েপড়ে বেঁচে থাকাই দায়।



জীবন কর্ণপাত করেনি।

রঙিন আঁধার চেয়েছে সে, চেয়েছে মখমলে রাঙা রাজপ্রাসাদ,

শিল্পের চর্চা করতে চেয়েছে সে, জনপ্রিয় ছবির নায়ক হতে চেয়েছে,

জীবনকে বলেছিলাম : এ যুগে শিল্প নয়, বেঁচে খাকাটাই বাপদাদার নাম।

লাঙল ধরো, দুর্বা বাছো, বীজ ছিটাও।



জীবন তবু চেয়েছে শিক্ষিত হতে।

আমি কতবার বলেছিলাম, এই যুগে শিক্ষায় কাজ নেই।

শিক্ষিতরা ঘুষ খায়, ভাউচার মিথ্যে লেখে, গরীবের অধিকার লুট করে।

শিক্ষায় কাজ নেই।

প্রয়োজন উৎপাদন, ধানচাল, গম, পাট, রবী শষ্যের ক্ষেত __

জীবন তবু চেয়েছে নাগরিক ভালোবাসা, পিচঢালা পথ, চেয়েছে পরিচ্ছন্ন রমণীর

রমণরস। আমি জীবনকে বলেছিলাম : তুমি মৃত্তিকামানবের সন্তান, মাটি ছেকে ছেনে

করো ফসলির উপযোগী। ঝোপঝাড় কেটে করো চাষযোগ্য ভূমি__কেরানী হইওনা।

কেরানীর করণকৌশলে আছে মিথ্যে, ভোগ, দুরারোগ্য রোগ।



জীবন আমার কথা শোনেনি।

আজ যখন মর্মন্তুদ পরাজয়ে অন্তর্দাহে জ্বলছে, বুঝেছে সত্য সুন্দরের জীবন বিলাসের হয় না,

কষ্টের হয়। সুখের হয় না, শান্তির হয়। সেই শান্তি আছে মৃত্তিকার ভাঁজে, শ্রমে আর মানবিক

প্রেমে।রঙিন আঁধারের রমণীর কাছে নেই সেই শান্তি, ভাউচারে নেই, ঘুষের অর্থে নেই। নেই

অন্যের অধিকারে।শান্তি আছে জলকাদামাখা মানবীর দেহে, প্রকৃতির অবাধ আকাশের নিচে।

২২.৬.২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.