![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভেবিছিলাম আরও কিছুদূর যাবো ।
হঠাৎ নেমে গেলে শান্তাহার স্টেশনে__
কথাগুলো মলাট বন্দি থাকলো হৃদয়ের অভিধানে।
আমার দুঃখের ভার কাউকে জানতে দেইনা
রাষ্ট্রদূতের মতোন গোপণ নথীতে ফাইলবন্দি রাখি
তোমার বর্ষারাতের পাঠ, ভালোবাসার ব্যবচ্ছেদ
তোমার গোপণ গোলাপ, হৃদয়ে খোলা মধুর মুহূর্ত।
ভেবিছিলাম আর কিছুদূর তোমার সাথে যাবো
ভালোবাসার উৎসব করবো তোমার
তোমাকে দেবো পৃথিবীর সবচে সুন্দরতম প্রেম
আকাশের নীলের মতোন তার অপার বিস্তার
সাগরের তরঙ্গের মতোন প্রবালবেগ
উৎসবের অপেক্ষায় নীরব ছিলাম,
হঠাৎ নেমে গেলে শান্তাহার স্টেশনে __
ভালোবাসাগুলো জমা থাকলো হৃদয়ের দেরাজে।
এই হয়,
ভালোবাসার হয় না সময়
হঠাৎ আগমন আর হঠাৎ প্রস্থান
হঠাৎ ট্রেন থেকে নেমে যাওয়া __
সেই যে নেমে গেলে
আমিও আর বেশিদূর যাই নি __
জমানো কথা নিয়ে ফেরি করছি জীবনের ফুটপাতে
যদি কোনোদিন দেখা হয়,
দেখা হয় জীবনের স্টেশনে হারিয়ে যাওয়া অনামিকা
তোমার সাথে,
কথার অভিধান খুলে দেখাবো তোমায়, দেখবে কথাগুলো
পুরনো বইয়ের মতোন তামাটগন্ধে কেমন প্রাচীন হযে গেছে,
ভালোবাসাগুলো শুকে শীর্ণ হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে ...
তোমাকে বিহীনে আমি কী করে বেঁচে ছিলাম
কীভাবে গেছে আমার দিন, খুঁদকুঁড়ো খেযে আমি কীভাবে
বেঁচে আছি, তোমাকে এখনো কেনো ভালোবাসি ?
০৭.০৭.২০১৪
©somewhere in net ltd.