![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি তোমাকেই ভালোবাসতাম, যে তুমি ছিলে মাটির মানবী
আর্তের মুখে কষ্ট দেখে যে তুমি আমাকে ভুলে যেতে __
নিরন্ন মানুষের দুঃখগুলো তোমাকে নির্ঘুম রাত্রি কাটাতো।
যে তুমি অবাধ্য হয়েছিলে একদিন আমার __
সেই তোমাকেই আমি ভালোবাসতাম।
আমি তোমাকেই ভালোবাসতাম
যে তুমি ভালোবাসতে মোটাভাত, মোটা কাপড়,সাঁনকির জল, দিঘির থমে থমে নীরতা
ধ্রুপদী কবিতা,
যে তুমি আবহমান বাংলার রূপে বিমুগ্ধতায় চোখে ঝরাতে জল
ভালোবাসতে নদীর ছলছল,
সেই তোমাকে আমি ভালোবাসতাম।
যে তুমি আজ খটখট হিলের শব্দে, বিদেশি ঘ্রাণে, সংক্ষিপ্ত বস্ত্রাবরণে এসে আলিঙ্গন করছো
সেই তুমি আমার না, সে তোমাকে আমি ভালোবাসিনা
কেনো না যে রক্তে চেতনায় লেগে আছে সোঁদা মাটির গন্ধ, শ্যাওলার অাস্তরণ, রোদের ঝাঁঝ
বৃষ্টিা ছাঁট, রুপালী খলিসার বর্ষার জলের বিস্তার।
নাগরিকা, তুমি ফিরিয়ে যাও, নদীর জলে ধুয়ে আসো তোমার যন্ত্রের শরীর
তারপর তোমাকে নীড় দেবো
আবহমান এক শান্তস্নিগ্ধ সুগন্ধি নীড়
দেখবে রক্তে তোমার চন্দন ঘ্রাণ, হৃদয়ে তোমার শাশ্বত সুন্দরতম পেলব অনুভব
তুমি নিজেই নবান্নের উৎসব।
০৭.০৭.২০১৪
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভেচ্ছা জানবেন।
২| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওহ্ -- ভীষণ সুন্দর একটি কবিতা পড়লাম ------ ভাল লাগলো ভীষণ -- মুগ্ধ আমি
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনি মুগ্ধ জেনে আমিও বিমুগ্ধ। ভালো থাকবেন।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: নাগরিকা, তুমি ফিরিয়ে যাও, নদীর জলে ধুয়ে আসো তোমার যন্ত্রের শরীর
তারপর তোমাকে নীড় দেবো
দারুন লাগলো
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি নিজেই নবান্নের উৎসব...
+++