![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
চলো গ্রামে ফিরে য়াই, মাঁলকোচা মেরে মাঠে নামি, জমির আল ঝুঁড়ে দেই ;
ছিটাই বীজ, রবী শস্যের জন্য প্রস্তত করি বাস্তভিটার পূবের ভাগ __
পৈত্রিক পুকুর খনন করে ছাড়ি মাছ, জঙ্গলে লাগাই কিছু দেশি শাক ;
কিছু বৃক্ষ রোপণ করি, ধূলোয় গড়াগড়ি খাই, স্বর্গসুধা পাবো আপন ঘরেই।
এই নগ্নযুগে নাগরিক নারীর শরীরে শুধু পাবে যন্ত্রের বিস্তার __
নাগরগুলো নেমেছে টেন্ডার বাগাতে, ঘুষের মহড়ায়, ভূমিদস্যুপনায় ;
অনেকেই নাম লিখিয়েছে তারা অধিকাক্ষমতাধর সরকা ক্যাডার ;
এখানে তোমার স্থিতি কোথায়, এতটুকু বর দেবেনা তোমায় জাঁহাপনায়।
বরং চলো গ্রামে ফিরে যাই, মাটির চাক ঠেলে বপন করি সোনাবীজ,
হালের বলদকে সুঠাম করি, হাসমুগরীর খামার দেই, কবুতর পালি __
দেখবে নিত্যদিন ভালোবাসার রোদ উঠছে তোমার ঘরে, একফালি
দেখবে স্বর্গের থেকে এসে উর্বসী নিজেই খুলে দেখাবে শুভ্র শেমিজ।
চলো গ্রামে ফিরে যাই, নগরের কীটের ভিতরে আছে শুধু স্বর্থের ঘুণেপোকা ;
আর আছে মিথ্যে ভাউচার, অলিক উপাচার, কত অসত্য লেখাজোকা।
০৮.০৭.২০১৪
©somewhere in net ltd.