![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কেউ না জানুক, হে শিশির, তুমি জানো আমার অন্তঃকরণ ;
বৃষ্টির জল, কেউ জানুক, তুমি জানো আমি কতটুকু ভিজেছিলাম ; গহীনে __
হে মেঘমালা, কেউ না জানুক তুমি জানো, কীভাবে অপেক্ষায় ছিলো আমার চাতকমন ;
হে অরণ্য, কেউ না জানুক তুমিই জানো কী করে কেটেছে জীবন ; নিঃসঙ্গ নিবার্সনে।
হে গহীন আকাশ, তুমি তো জানো, অামার অন্তরীক্ষের খবর ;
হে সমুদ্র, তুমি তো উদার হতে শিখিয়েছিলে __
হে ভোরের বাতাস, আর কেউ না জানুক, তুমি তো জানো, আমার প্রাতঃভ্রমন ;
হে পুষ্প, আর কেউ না জানুক, তুমি জানো, তোমাকে কেমন ছুঁয়েছিলাম।
অরুণা, আর কেউ জানুক, তুমি তো জানো, আমার পুরুষত্বের সুবাস __
আমার অন্তর্গত সুন্দরের গঠন, কাঠামো, নান্দনিকতার মোহনতা ;
আর কেউ না জানুক, তুমি তো জানো আমার দুর্বলতা __
তুমিই জানো কত বিশাল আমার গহীন মনের নীলাকাশ।
কেউ জানেনা আজ, জানতে চায় না, অথচ কতকিছু দেবার ছিলো আমার ;
বেকার যুবকের মতোন অনুর্বর গেলো দিনগুলি, রঙ চটে যাচ্ছে রঙিন জামার।
১৩.০৭.২০১৪
©somewhere in net ltd.