![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
জানো না হৃদয়ে কতগুলো স্তর আছে, কতগুলো ভাঁজ
অজস্র কুঠুরী আছে, তালগাছে বাবুইয়ের বাসার মতোন।
মৌচাকজাল । আছে আকাশের বিস্তার, তুমি ভালোবাসা দিয়ে
কতটুকু ভরাবে। হাঙরের মতোন ভালোবাসা চায় বুভুক্ষু হৃদয়।
ভালোবাসার জন্য তাই কাস্তে ধরেছি হাতে, ধরেছি লাঙলের মুঠি
পাথরমৃত্তিকা চিরে বপণ করছি ভালোবাসার বীজ
যদি ফসল আর ফলবতী হয় বিরাণ খামার
শিক্ষার মতোন আজ ভালোবাসাও বাণিজ্যিক হয়ে গেছে
যত্রতত্র ভালোবাসার স্টল, বিপনিবিতান,
ভালোবাসার দরমূল্য নাগালের বাহিরে চলে গেছে
এদিকে ভালোবাসার আকালে আমারও বেড়েছে ক্ষুধা
তুমি এসে কতটুকু ভরাবে।
সেই দুধভাতের মতোন কতদিন ভালোবাসা খাই না আমি,
ভালোবাসাহীন কঙ্কালসার হয়ে গেছে আমার কাঠামো।
১৪.০৭.২০১৪
©somewhere in net ltd.