![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
জীবনের দহন, অন্তর্ঘাত, পরাজয়ে গ্লানিতে যথন ব্যর্থমানুষ ;
তখন তোমার কাছে অাসি, আঁচলে মুখ গুঁজে পেতে চাই দুফোটা শান্তি,
পুনর্বার পথ চলার চেতনা সঞ্চারিত করতে চাই, হে প্রতীতি __
ভালোবেসে দাও প্রাণ, আমি আবার ফুটি, ফেলে পুরনো কুরুষ।
এমনি জীবনের কত ব্যর্থতায় দিয়েছে চলার চেতনা ;
এমনি প্রাণের বীণায় দিয়েছো কত সুর আর গীতিময় ব্যঞ্জনা ;
পৃথিবীর সকল মানুষের কাছে ফিরে এসে যখন আমি নিঃসঙ্গ ফতুর,
তুমি দিয়েছো প্রেম, ভালোবাসার প্রবাল ঢল, সাহস, ভয়হীন মুত্যুর।
আমি আর কার কাছে যাই, কে আর জানে আমাকে,
আমার দুর্বলতা, সকল কবিতা আর অন্তর্গত সুন্দরের পাঠ __
সবই তোমার জানা, কৈশোরের কিশলয়ের সেই বিস্তীর্ণ মাঠ ;
সেই ধানক্ষেতের আল, সেই অবাধ সাঁতার নির্জন নদীর বাঁকে বাঁকে।
জীবনে হেরে যাই, সকল ব্যর্থতা ভর করে, আমি হই সম্বলহীন মানুষ ;
তুমি তবু কাছে ডাকো, ভালোবাসো, তোমার কাছে আমি এখনো বীরপুরুষ।
১৭.০৭.২০১৪
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ জানাই। শুভ কামনা করি।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪
সেজুতি_শিপু বলেছেন: আমি আর কার কাছে যাই, কে আর জানে আমাকে,
আমার দুর্বলতা, সকল কবিতা আর অন্তর্গত সুন্দরের পাঠ _----
ভাল লাগলো ।