![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তুমি আসবে, কিছু পাবো, সে আশা করি না
কোনো শুভদিন, ভালোবাসার বর্ষপূর্তি, শিশিরভেজা ভোর, সে আশা করিনা।
জীবন ও জগতের প্রতি দায়হীনতায় আর কী ভালো লাগা থাকে, থাকতে পারে।
সেই কবে থেকে আমি জোছনা দেখিনা, জোনাকির জ্বলজ্বলতা দেখিনা
নিঝুম রাতের মোহন পৃথিবী দেখিনা, জড়ের মতোন দিন কাটাই, ফুল ফোটে
সুবাস ছড়ায়, মক্ষিকারা ছুটাছুটি করে, পত্রপল্লবে বিহঙ্গরা কেমন সুমধুর গায়,
দুঃখ করি না,
একদা জীবনে ভালোবাসার থাকে, প্রেমের প্রাচুর্য থাকে, আশ্চর্য বিস্ময়ে দিনগুলো
কাটে নদীর নৃত্যে, নারীর স্পর্শের ঘ্রাণে, একদা আমিও যুবক ছিলাম, পুষ্পকলিকার
মতোন আমার সৌন্দর্য ছিলো, বুক ভরা ভালোবাসারা কাশফুলের মতোন দুলতো,
একদা আমিও ছিলাম নারীর চোখে সুদর্শন এক নীলপ্রজাপতি,
দিন যায়, রঙ চটে যায় জীবনের, ভালোবাসা ফিকে যায়, দিকে দিকে গড়ে প্রত্মবিভাগ
তুমি আসো আর নাই আসো, যেন কোনো দায় নেই, নাইরা মাখলে ফুলের পরাগ।
১৯.০৭.২০১৪
©somewhere in net ltd.