![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
স্বপ্ন মরে গেলে আর কী থাকে বলো, প্রাণও মরে যায়,
তুমি ভালোবাসতে কৃপণ হলে বলো বেঁচে থাকা যায় ?
ভালোবাসা হলো স্বপ্ন, স্বপ্নই হলো ভালোবাসার ডানা
স্বপ্নহীন জীবন উষর মরু, অনাবাদী জমি, ঝামা ইট
ভালোবাসাহীন দেহ রুগ্ন, পঙ্গু, পাণ্ডুর অাল হলুদ কেঁতুর।
ভালোবাসা মরে গেলে স্বপ্ন মরে, যেন সহমরণে
ভালোবাসার মরা তাই জলে ডোবে না
স্বপ্নের তাই বিনাশ নেই, বিলয় নেই,
এত যুদ্ধের পর তাই ভালোবাসারা মরে না।
তুমি আমার স্বপ্ন, ভালোবাসা
তুমিহীন আমি জড়, পাথর, অনুভবহীন উন্নিদ্র উম্মাদ
তুমিই শেখাও ভালোবাসার প্রমাদ।
স্বপ্ন আর তুমি হাত ধরাধরি চলো
ভালোবাসা তখুনই আমার হৃদয়ে বসলো।
১৯.০৭.২০১৪
২| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
লিখেছেন বলেছেন: ভালই হচ্ছে তবে আগের মত না ।