![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শীতের উষ্ণ চাদরের মতোন ভালোবাসায় তোমাকে মুড়িয়ে রাখতাম
সুগন্ধি ফুলের ঘ্রাণগুলো কর্কবন্দি করে তোমাকে উপহার দিতাম
তুমি খরখরে শাড়ীর ভাঁজে যখন ঢেকে রাখতে নীলপ্রজাপতি
আমার ভালোবাসাগুলো ফুলবতী হাতের আদরে চোখে জল ঝরাতো।
নরম ঘাসের ডগায় মুখ রেখে আমি পান করেছি সবুজের স্বাদ
তুমি যেন আদিম জননীর মতোন দিয়েছিলে অমৃত শারাব
তোমার স্পর্শে, ভালোবাসার ব্যঞ্জনায় এ জীবন হতো অথই অগাধ
তখন পৃৃথিবীতে কেউ নেই তুমি আমি আর আমাদের হৃদয়ের প্রভাব।
আমরা যখন পথ হেঁটেছি, অরণ্যের গহীন নির্জনতা থেকে চেয়ে থাকতো শঙ্খমালা
আমরা যখন নির্জন নদীর ভীড়ে গা ভাসিয়েছি, চেয়ে দেখতো দুঃখিনী বেহুলা
আমরা যখন যুদ্ধে সংগ্রামে চলে গেছি রণাঙ্গনে চেয়ে থাকতো বীরাঙ্গনা সখিনা
আমরা যখন প্রান্তরের ঘাসে বসে দিগন্ত দেখেছি চেয়ে থাকতো সুরঞ্জনা ।
তুমি আমি বহু বহু বছর পরম্পরা হেঁটে চলি পৃথিবীর মেঠো বাঁকা কাঁচা পথে
আমাদের ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে থাকে অন্তরীক্ষে, মেঘমালায় সুগন্ধি রাতে।
২০.০৭.২০১৪
©somewhere in net ltd.