![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মঙ্গল সাধন করিবার জন্য সাহিত্যরচনা আমার অভিপ্রায় নয়
তোমাকে ভালোবেসে মোহনমদির রাতের ভেতর ফোটাতে চাই তারাফুল
অবশ্য কুকুরের সঙ্গে কুকুরি যে তীব্র কামনাতুর প্রণয়
সেটাকে পরিহার করে, সুন্দরের আবেশে, ঘ্রাণে চারুময় করবো উৎসমূল।
যদিও দেশে আজ চলছে উদারনৈতিক প্রেম, ভালোবাসার সার্বজনীন মহড়া
ট্রেন, ট্রাকে, ট্যাক্সিতে রাজপতে ফুটপাতে, হালকা আঁধারের রাতে, নির্জনরুমে
মানুষের আজ কুকুরের স্বভাব, খণ্ডকালীন সংক্ষিপ্ত আবেগে চঞ্চুচুমে
গাঁজা আর মদের মহড়ায় শিক্ষিত মদারুগণ চিবোয় নাড়ে কড়া।
প্রেম, সেতো কামুকতা নয়, সে পশুর স্বভাবের কাম নয়, সে দহনের ফুল
ভালোবাসার সে তো হৃদয়ের ফুটন্ত এক জোড়া গোলাপ কলি
প্রেম সে তো আত্মনিবেদনের কী সুন্দর এক নীলকাশের পরিচ্ছ্ন্ন দিগন্ত
ভালোবাসা সে তো সাত সমুদ্রের ওপার থেকে আসা ফুলবতী বসন্ত।
মঙ্গল করিতে চাই না, আত্ম নিবেদনে বড় সুন্দর করতে চাই প্রেয়সীর মন
ছন্দে উপমায়, নন্দনে, মৃদমন্দ পবনে তোমাকে দেখাতে চাই নিশার স্বপন।
১৩.০৮.২০১৪
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা থাকলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মঙ্গল করিতে চাই না, আত্ম নিবেদনে বড় সুন্দর করতে চাই প্রেয়সীর মন
ছন্দে উপমায়, নন্দনে, মৃদমন্দ পবনে তোমাকে দেখাতে চাই নিশার স্বপন।
অসাধারন +++