![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি আর কতদূর য়েতে পারি,
গন্তব্য কিছু তো আছে বটে।
যতদূরে যাই, ঘুরেফিরে আবার জলীয় বাষ্প হবো, মেঘের কণা হবো
তারপর তোমাকে বর্ষাবো আবার।
তোমাকে প্রেমে প্লাবিত করবো। বর্ষার অঝোর বর্ষণে তোমাকে দেবো ফুলবতী রাত
তোমাকে উপহার দেবো নায়াগ্রা প্রপাত।
যতদূরে যাই, পৃথিবী কক্ষপথেই ঘুরছে
সবকিছু টানছে কেন্দ্রের দিকে
এক অদৃশ্য যাদুতন্ত্রে আমরা আটকে থাকি, ঘরগিরস্তি করি, সন্তান জন্মাই
অমন এক অদৃশ্য যাদুবলে আমি আবার ঘুরেফিরে তোমার কাছেই আসি
ভালোবাসি, জড়িয়ে যাই অনিবার্য এক কুহকে,সুধাময় পুলকে।
পৃথিবীর কেন্দ্র থেকে বিচ্ছন্ন হলে সমূহ বিপর্যয়
প্রেম পৃথিবী থেকে উজাড় হলে জন্মাবে না বৃক্ষ,প্রাণী, জীব __
সবকিছু হয়ে যাবে ক্লিব।
যতদূরে যাই, আমার গন্তব্য আছে,
আছে প্রত্যাবর্তনের সূত্র
আছে নস্টালজিয়া, আছে নাড়ির টান, আছে গ্রাম, আছ তোমার আবহমান
বাংলার রূপ, এক ছন্নছাড়া রঙিন মধুপ যত দূরে যাই ঘুরেফিরে আবার
তোমার আঁচলে লুকোবো মুখ,....
১৮.০৮.২০১৪
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল কবিতাটা +++