![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
এই যে স্যার, শুনুন, কোনো টেনশন করবেন না ;
অাপনার যা যা দরকার, সব পাবেন
কচি কুমড়োর সাথে টাকি মাছের ঝোল, মদিররাতের বেহাগবাজনা
জামানত, খাজনা সব পাবেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, লতাগুল্ম জলদাম,
সব সুলভ দামে পাবেন স্যার। কোনো টেনশন করবেন না ।
এখানে বাঘের মাংস বিক্রি হয় স্যার
রমণীর ভালোবাসাও কেজি দরে বিক্রি হয়
যদি প্রেম কিনতে চান, তাও পাবেন, শুধু অর্থের দরকার স্যার
আর একটু নির্বাহী ক্ষমতা, অাঠালো মমতা,
আমাদের অফিসে জয়েন করেছেন স্যার, দেখবে শুর শুর করে কতজন আসে
আপনার কাছে, আপনাকে ওরা আপন করে নেবে স্যার
অাপনাকে ফুল দেবে,ফুলের ঘ্রাণ দেবে, আপনাকে মোহন আবেশে অবচেতনের
সুবাস দেবে স্যার।
তো স্যার অাপনি কোনদল করেন স্যার ?
দলের ক্ষমতা একটা বিরাট ব্যাপার স্যার
স্যার চেচিয়ে বলে উঠলেন, আমার আবার কোনদল রে, আমি সরকারি দল
ক্ষুদে আমলাও বলে উঠলেন, ঠিক স্যার আমাদের আবার দল স্যার, আমরা তো
সরকারি দল, আমারা রহিমউদ্দিনের জায়গায় করিমউদ্দিন বসাই স্যার, সবই
তো ঠিক থাকে স্যার, শুধু হিডিং বদল হয়, নতুন বোতলে সেই পুরোনো মদই
ভরাই স্যার, বোকা জনগণ পাগলের মতোন গলগল করে সব গিলে খায় স্যার,
সব গিলে খায়,....
২৪.০৮.২০১৪
©somewhere in net ltd.