![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কী করে মানুষ পারে, পশুর মতো হিংস্র হতে
কী করে মানুষ পারে হারাম খেয়ে আরাম করে ঘুমোতে
কী করে মানুষ দিনদুপুরে জ্বলজ্বল সত্যকে মিথ্যে বলে
কী করে মানুষ সৃষ্টির সেরা হলো, কোন ছলছাতুরীর ছলে।
আমি তো দেখিনা, মানুষের ভিতর স্বার্থপরতা, হিংস্রতা
আর রমণীর রমন ছাড়া আর কিছু আছে ?
আমি তো দেখিনা, মানুষগুলো শুভ্র পায়রার মতোন
আকাশের নীলে পাখা মেলে আছে।
মানুষ যুগে যুগে যুদ্ধ বাঁধায়, কাঁদায়, কালোসাদায়
ভেদ করে, ভৌগোলিক সীমারেখা, ভাষা, কৃষ্টি, ঐতিহ্য
আর নারীর নরম প্রেমের লাগি ভাঙে রাজদরবারের বুহ্য
মানুষই পশুদের চেয়ে অগ্রে বেগে বেগে ধায়।
মানুষই সবচে বিলাসী, কামাতুর, স্বার্থপর আর হিংস্র
মানুষই ধর্ষক, প্রতারক, মানুষেরই কুটকৌশল অজস্র।
০১.০৯.২০১৪
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন:
মানুষই সবচে বিলাসী, কামাতুর, স্বার্থপর আর হিংস্র
মানুষই ধর্ষক, প্রতারক, মানুষেরই কুটকৌশল অজস্র।
অপূর্ব কথা একদম সত্য ।।