![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভালোবাসা বলে যদি কিছু নাই থাকে, তবে মানুষ সিংহাসন ছাড়ে কেনো
ভালোবাসা বলে যদি কিছু না থাকে, মানুষ তবে কেনো যায় নির্বাসনে
তবে মানুষ কেনো কাছাকাছি হয়, রাধার বারোমাসি তবে পোড়ায় কৃষ্ণের কেশ !
ভালোবাসা বলে কিছু নাই থাকবে, তবে পাথরে কেনো ফোটে ফুল।
ভালোবাসা আছে বলে নক্ষত্রে ঝিলমিল,
ভালোবাসা আছে বলে নদীদের আছে গতিধারা
ভালোবাসা আছে বলে তোমার আমার অন্তমিল
ভালোবাসা আছে বলে সৌন্দর্যের টানে আমরা অস্থির দিশেহারা।
ভালোবাসা বলে যদি কিছু নাই থাকবে,তবে অনাদী যুগের থেকে কেনো এই ভাষারূপ
ভালোবাসার দহনে হে সুন্দরী তুমি অপরূপা অপরূপ
ভালোবাসার জন্য ঝর্ণার উচ্ছ্বল গতি, মক্ষিকার গুঞ্জন, দখিনার ব্যঞ্জনা
ভালোবাসার জন্য অস্থির পথে চেয়ে থাকো,অপেক্ষার দহনে হে আমার সুরঞ্জনা।
ভালোবাসা আছে বলে আকাশে ওঠে চাঁদ
জীবন এতো সুন্দর, অথই অগাধ !!
১০.০৯.২০১৪
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪
হাসান বৈদ্য বলেছেন: ভালোবাসা আছে বলে আকাশে ওঠে চাঁদ
জীবন এতো সুন্দর, অথই অগাধ !
দারুণ
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালোবাসা সুন্দর।
কবিতাও সুন্দর।