![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভাসমান মেঘের কোলে সাঁতার কাটছে কয়েকটি সফেদ হাঁস
তই তই ডাক দিতেই হাসগুলো লুকিয়ে গেলো পাঞ্জাবীর পকেটে
তোমার বুকে মুখে লুকোতেই হাত পুড়ে গেলো ছকেটে
আজ বর্ষামুখর দিনে রোদে ঝলমল করছে শরতের আকাশ।
আকাশের নীল দিয়ে কী সুন্দর পিলপিল হেঁটে হেঁটে যায় নক্ষত্র
তোমার হৃদয়ের লেক দিয়ে আমি কী সুন্দর সাঁতার কাটি চোরা প্রেমিক
তুমি ঘুমে থাকো, আমি জ্যোস্নার আলোয় ভিজে লিখি কী সুন্দর লিরিক
তু্মি ইউরোপে ঘুমায়, এদিকে এশিয়ায় তোমার সাথে সঙ্গমের রাত্র।
সন্ধ্যা নেমে এলে ভূতের পাখনায় ভর করে ঘুরে বেড়াই অাফ্রিকার জঙ্গলে
সাইবেরিয়ার বনভুমি ঘিরে তুমি মন দেবে বলে নগ্ন বসে থাকো
এদিকে তোমাকে পেতে হন্য হয়ে যাই পৃথিবীর পর্দা ফুঁড়ে মঙ্গলে
তুমি ইউরোপে অামি এশিয়ায়, মাঝখানে শুধু কল্পনার সাঁকো।
ভাসমান মেঘের পাদানীতে পা রেখে আমি যাই তোমার সাজঘরে
মেঘের দিঘিতে কামনার হাঁসগুলো শুধু মিছামিছি তই তই করে।
১৯.০৯.২০১৪
©somewhere in net ltd.