![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কবিদের যদি না থাকে গোছা গোছা, গুচ্ছ গুচ্ছ দাঁড়ি
ছেঁড়াফাঁড়া জামা, না কামানো দাঁড়ি, যদি উসখু-খুসকু চুল না থাকে
তবে সে কীসের কবি ? কবিদের থাকবে ঢিলেঢালা পাঞ্জাবী, কমদামী চটি
লেপের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসা অগোছালো দেহ__তবেই সে সার্থক কবি।
কবিদের থাকবে অসংখ্য প্রেম, প্রেমের বন্যায় সয়লাব করে দেবে নদীবিধৌত
বাংলাদেশ, শব্দে, ছন্দে থাকবে দুর্বোধ্য রহস্যময় এক অচিন দেশের কাহিনী
তিনি যা লিখছেন__পাঠ উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপকের
উঠবে হাঁপানি, নারীসঙ্গের প্রসঙ্গ উপমায় প্রতীকে এমনতর প্রকাশ করবেন,
অশীতিপর বৃ্দ্ধ হবে আটারো বছরের যুবক। তরুণীর দেহ ছুঁয়ে যৌবনবতী
হবে কলাগাছ, অকালে ফুটবে শিমুল, পলাশ।
কবিদের আড্ডাস্থল থাকবে, থাকবে দলবাজি, আমলাবাজি থাকবে বৈকি,
তিনি নিজে যা লিখছেন, সেই টি সেরা এবং লেটেস্টমডেল__এর আগে
কারো সাধ্যই হয়নি এই ভাবের কবিতা আমদানী করার__তিনি তাঁর জুনিয়র
কবির কবিতা ছুঁয়েও দেখবেন না। সিনিয়র কবিদের নিয়ে তাঁর যত শ্রদ্ধা__
পত্রিকার সাহিত্য সম্পাদকের দেখা হলে লম্বা সালাম : কেমন আছে বড় ভাই
ভাবির খবর কী ? অাপনার মতোন এমন জ্ঞানী আর সাহিত্যবোদ্ধা লোক আমি
জীবনে দেখিনি। অাপনার ভাবি যা সুনাম করলো আপনার। ইত্যাদি।
শাটের বোতাম লাগাতে ভুলে যেতে হয়, মদ অার গাঁজার ঘোর থাকতে হয়
তা না হলে অনন্তের সাথে কবির যোগ হবে কেমনে ? আধুনিক কবিতা তাই
মেঘের সাথে খেলা করে আসমানে....
২০.০৯.২০১৪
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর তাত্ত্বিক বিষয় বস্তু কবিতায় ভাললাগা +