![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কথাগুলো শুকে যাওয়া ফুলের মতোন শুকে গেছে
পোড়া মাটির মতোন ঝামা হয়ে গেছে হৃদয়ের ভূমি
এতটুকু করুণা করে তবু আসোনি কোনোদিন তুমি
অথই নিঃসঙ্গতার রাত্রি পেয়েছি তোমাকে ভালোবেসে।
সময় আর অর্থকে খুব করে হিসেব করে চলেছি পথ
তারচে হিসেব করে চলেছি তোমার আমার সন্ধিসূত্র
এই জনমে তবু আমরা হতে পারলাম কালজয়ী মিত্র
কোনোদিন ভুলেও মূল্য পায় নি আমার মতামত।
নিজের মতোনই ভালোবেসে গেছে রাত্রি কিংবা দিন
এদিকে আমার কাঁধে বোঝা হয়েছিলো কতগুলো ঋণ
এদিকে পুড়ে পুড়ে অঙ্গার বনে গেছে আমি নীরবে
কোনোদিন জাগোনি, কাছে আসোনি আমার কলরবে।
শুকে যাওয়া ফুলের মতোন উৎকট ঘ্রাণ নিয়ে বসে থাকি
কী হবে ভেবে, দিন তো ফুরায়, আমরা সবাই অনন্তের পাখি।
২২.০৯.২০১৪
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর হইছে কবি!!
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
টুম্পা মনি বলেছেন: ভালো লিখেছেন। আরো লিখুন।