![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মানুষ মরে গেলে, অনুভূতি মরে যায়
তবু প্রেমের গভীরে জ্বলে আকাঙ্ক্ষার দীপ
নবমানবের হৃদয়ে তবু বাসা বাঁধে প্রেম
পৃথিবী পল্লবিত হয়__কুয়াসার পর।
তোমাকে ভালোবেসে তবু অঘ্রাণের প্রান্তরে নেমেছিলো অমরাবতী
যাপিত জীবনের দহন শেষে তবু আমি পেয়েছি এক জীবনের স্বাদ
তুমি আজ নেই,কার আর থাকবে কতটুকু ক্ষতি
জীবন তো একদিন ছিলো অথই অগাধ।
হৃদয়ে মরে গেলে নদীরাও প্রতারণা করে
তামাটে হয় আকাশের উর্বর ভূমি
মানুষ তবু ইমারত গড়ায়
ভালোবাসার মুখ চুমি।
মানুষ মরে গেলে, অনুভূতি মরে যায়
তবু প্রেমের গভীরে জ্বলে আকাঙ্ক্ষার দীপ
১৭.১০.২০১৪
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫
টুম্পা মনি বলেছেন: হুম সুন্দর।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।