![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কোনো রাজকাহিনি নেই আমার__
বড়জোর ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রাকৃতের জীবনধারা বয়ান করতে পারি।
পৃথিবীর কোনো মহাদেশ আবিস্কারের কাহিনি আমি জানিনা __
কোনো রাজকন্যার সোনার পালঙ্কের কঙ্কনের নিক্কনে মুখরিত মদির বোল তাও জানিনা,
বড়জোর তোমাকে শোনাতে পারি ;
কার্তিকের কালের সেই দুর্বিষহ আকালের কথা, চৈত্রের খা খা দিন __
আর অনাহারি রাতের ঝিঁ ঝিঁ দের সমবেত সঙ্গীত।
কোনো দৈত্যদানবের পরাক্রমকাহিনি আমার জানা নেই__
ভালোবাসার ভাষার বর্ণমালার সহজপাঠ আমার কাছে দুর্বোধ্য
কালজয়ী কোনো প্রেমের কাহিনী ঘটেনি আমার জীবনে,
আমি কৃষকপিতার শোকার্ত সন্তান এক __
আমি বড়জোর তোমাকে মৃত্তিকার গান শোনাতে পারি।
আমার জীবনে কোনো সাফল্য নেই,
আছে লাঙলের ফলার শব্দে মৃত্তিকার গভীরে ফসলের সম্ভার,
শস্যের শিষে আছে ভালোবাসার শিশির,
সভ্যতার ভাঁজে ভাঁজে আছে আমার পূূর্বপুরুষের ঘাম, পালতোলা নৌকোর বাদাম।
কোনো রাজকাহিনি জানা নেই আমার
শুধু জানি কৃষকের শুক্রিটে জন্মেছে এই জনপদ, এই সভ্যতা
সেই কৃষকপিতার জীবনের গল্প শোনাতে পারি তোমাকে
শোনাতে পারি তাঁর কাদাজলমাখা প্রেমের কাহিনি __
যদি পারো, এসো, ঝিঁঝিঁরাতে জোছনার আলোয় ভিজে পাঠ করি সেইসব কৃষকের
জীবনের কবিতা,সাদাভাতের সুঘ্রাণময় কবিতা।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৫
এমএম মিন্টু বলেছেন: অসাধারন লেখা
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ !!!
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯
আবু শাকিল বলেছেন: আবৃতি সহকারে পড়লাম
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
অন্ধবিন্দু বলেছেন:
কার্তিকের কালের সেই দুর্বিষহ আকালের কথা, চৈত্রের খা খা দিন __
আর অনাহারি রাতের ঝিঁ ঝিঁ দের সমবেত সঙ্গীত।
সভ্যতার ভাঁজে ভাঁজে আছে আমার পূূর্বপুরুষের ঘাম, পালতোলা নৌকোর বাদাম।
জোছনার আলোয় ভিজে পাঠ করি সেইসব কৃষকের
জীবনের কবিতা,সাদাভাতের সুঘ্রাণময় কবিতা।
অনুপম অনুষঙ্গ,
কৃতজ্ঞতা জানবেন।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতায় ভাল লাগলো ।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২
ফা হিম বলেছেন: ভালো লাগল
৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১
নাসরীন খান বলেছেন: অনেক সুন্দর।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯
খোরশেদ খোকন বলেছেন: চমৎকার, খুব সুন্দর একটা কবিতা পড়লাম, শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ +++++++
ভালো থাকবেন