![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কোনোদিন কেউ এসে দেবেনা শিশিরের ছোঁয়া
কোনোদিন ফুটবে না ফুল ওই বৃদ্ধবৃক্ষটার
জানি প্রেমের আশা সেতো ছেলের হাতের মোয়া
চিরদিন জ্বলে গেছি, সয়ে গেছি যন্ত্রণা, বিরহকাঁটার।
তবু আমি ইচ্ছে করেই তোমাকে চাই
যদিও তুমি কোনোদিন ভুলেও বাড়াবে না ভালোবাসার হাত
যদিও সকল চেষ্টা যাবে আস্তাকুঁড়ে বৃথাই
তবু তোমাকে নিয়ে স্বপ্ন দেখি নতুন প্রভাত।
কোনোদিন কেউ এসে নেবে না এই দুঃখের ভার
কেউ এসে শুনবে না আমার বিনিদ্র রজনীর দুঃসহ বিরহগাঁথা
বিবর্ণ ঝরাপাতাদের মতোন ঝরে যাবে আমার সকল কবিতা
তবু কেউ হবে না আমার।
সে আশাও নেই, শুধু বালিয়াড়ি !
তবু আমি কি পথপানে চেয়ে ছাড়া বাঁচতে পারি ?
১০.১১.২০১৪
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
এহসান সাবির বলেছেন: বিবর্ণ ঝরাপাতাদের মতোন ঝরে যাবে আমার সকল কবিতা
তবু কেউ হবে না আমার।
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো কবিতা।।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
সুন্দর -
মনের কথা গুলো সুন্দর বহির্প্রকাশ