![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শীতের শীর্ণ মন্থর নদী, ধান কাটা হয়ে গেছে মাঠে ;
কৃষাণীর কোলে ঝরঝরে আনন্দের নবান্নের ধুম __
ওদিকে নুড়ি খড় খোলস পড়ে আছে কুয়াসার সুবাসে __
প্রান্তরে রাশ রাশ শূন্যতা ;
অথচ মনে হয় কেমন সুগন্ধি কবিতা !
মনের গহীনে আনন্দের ব্যঞ্জনা
শীতের শীর্ণ লাজুক নদী, প্রান্তরে ঘাসে শিশিরের ঘ্রাণ
তোমাকে পাবার আজ উতল আবেগের ঢেউ__
কী করে আজ খুলে দেবে অন্তর্গত সুন্দরের দেরাজ।
কী করে বিহবল আনন্দের সেতারে সে আজ বাঁধিবে পরাণ।
তবু বধূ ভোর করে স্নান __
শীতের ওমের গন্ধে সে আজ পুতুল খেলায় মেতেছিলো
গায়ে লেগে আছে পুলকিত আনন্দের বাসি সুবাস ;
ধবল দুধের জলে যেন তার আজ নগ্ন প্রকাশ ।।
২৬.১১.২০১৪
মেঘনার তীর।
২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর হয়েছে কবি।।
২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: অজস্র শুভ কামনা থাকলো।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
তাশমিন নূর বলেছেন: ভালো বললে কমিয়ে বলা হবে। লা-জওয়াব হয়েছে। জীবনানন্দ আমার প্রিয় কবি। উনার কবিতার স্বাদ পেলাম। দারুন!
২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: খুশি হলাম, প্লুত হলাম। ধন্যবাদ জানাই। শুভ কামনা করি।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লিখেছেন কবি!!!