![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দুঃখগুলো জমে থাকে বর্ষার জলভরা মেঘের মতোন হৃদয়ের অন্তরীক্ষে
বর্ষণে খালি করে দিতে চায় ভারাক্রান্ত শরীর
অথচ বরফের মতোন জমে থাকে বেদনার বক্ষে __
তবু নির্জনতার ভীড়ে পেতে চায় ভালোবাসার শাশ্বত সুন্দরের শিশির।
জানি মেঘে কেটে কোনোদিন আসবে না আলোর ঝলকানি
আসবে রাত্রির অথই নির্জনতা
আবেগের শব্দরা টিম গঠন করে সৃজিবে গীতিকবিতা
আমার দুঃখের ভারে রাতের বাতাসের অট্টহাস্যে করবে কানাকানি।
কোনোদিন কারো করুণার কাছে বাড়াই নি হাত
ভালোবেসে কাউকে দিতে চাই নি মিথ্যে আর আলেয়ার ছোঁয়া
তবু অবহেলা করে গেছে সারাটা সময় আমার অনুসূয়া
যদিও নষ্ট করিনি কারো পবিত্র প্রপাত।
দুঃখগুলো জমে থাক, একদিন ভূগর্ভস্থ্য খনির ভাগাড় হবে !
তোমরা সুখে থাকো। আনন্দ করে যাও ভালোবাসার উৎসবে .....
৩০.১১.২০১৪
©somewhere in net ltd.