![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তোমার পাশে ছিলো আঁধারের অভোর পৃথিবী__
পাশে দাঁড়ালাম__ আলোকিত হলে, বললে : অামার কোনো অন্ধকার ছিলোনা
আমার কোনো দৈন্যতা ছিলো না।
সেই থেকে আমি বড় একা থাকতে ভালোবাসি।
এভাবে কতদিন নিরন্নের মুুখে অন্ন দিতে গিয়ে বন্য পশুর উপাধি পেয়েছি
সেই থেকে অামি মানুষের মরা মুখ দেখেও করুণা করি না
যন্ত্রের মতোন পাথরের হৃদয় নিয়ে বেঁচে থাকি শানবাঁধা ঘরে।
তুমি এখন দিতে চাও ভালোবাসা।
তুমি এখন ঘাসফুলের স্পর্শে আমার হৃদয়ে শিশিরের সুবাস দিতে চাও
অামি আততায়ী ভাবনায় তোমার ভালোবাসা ছুঁড়ে মারি মিউনিসিপালিটির ট্রাকে
কেনো না তুমি আমাকে আবার বিপাকে ফেলবে।
আসলে আমরা আলো-আঁধারের মাঝামাঝি ছায়াবাজির ভীড়ে আলেয়ার মতোন
বেচে থাকি ; সত্যমিথ্যের ভেদ বেদবেদান্তের সূত্রেও নির্ণয়ে আমরা অপারগ
আমাদের মানবতার অঙ্কুরিত পত্রপুস্প আজ অকালেরই ঝরে ঝরে যাচ্ছে।
০৯.১২.২০১৪
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। দেখা হবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: তুমি এখন ঘাসফুলের স্পর্শে আমার হৃদয়ে শিশিরের সুবাস দিতে চাও
অামি আততায়ী ভাবনায় তোমার ভালোবাসা ছুঁড়ে মারি মিউনিসিপালিটির ট্রাকে.....