![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
সবকিছু হারাবার পর তবু ভালোবাসার আকাঙ্ক্ষা থাকে
তুমি ভুলে যাবার পরও জানি একদিন মনে হবে তোমার
একদিন কত করে ভালোবাসা দিয়েছিলে এই আমাকে __
ওটুকু যে শাশ্বত সুন্দর মিটমিট প্রজ্বলতা ধ্রুবতারার।
আজ কেমন তুখোর অধ্যাপক, ঘরদোর স্বামীসন্তান তোমার
আজ কেমন পরিপাটি খটিহাতা ব্লাউজ আর হালকা রংয়ের শাড়ি
অথচ একদিন কেমন খোলামেলা ছিলে, অশিক্ষিত ; অনাড়ি
আজ কেমন পা টিপে পথ হাঁটো __ আজ কত নিভূুল গ্রামার।
একদিন কত ভুল করতে, পাজামার ভেতর থেকে বেরিয়ে যেতো
নীলপ্রজাপতি __ব্লাউজের ভেতর থেকে সুবাসগুলো চুঁযে চুঁয়ে পড়তো
একদিন কেমন খাসজমির মালিকের মতোন তুমি ছিলে দায়সাড়া
আজ তুমি কেমন পাঞ্চুয়াল; তোমার পদাতিক বাহিনীর পাহারা।
এ্যাই হয়, ভালোবাসার পর তবু পড়ে থাকে ভালোবাসার হৃদয়
ঝড়ের পরে বৃক্ষের শাখায় তবু নবপত্রপুস্প অঙ্কুরিত হয়।।
১১.১২.২০১৪
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। হচ্ছে মোট ৭ টি।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
♥কবি♥ বলেছেন: বরাবরের মতই দারুন ভাল লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা করি।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১
যেনী বলেছেন: অনেক ভালো লিখেন আপনি----এক অন্যরকম ভালোলাগায় ডুবে গেছিলাম কিছুক্ষনের জন্য। এবারের বই মেলায় কোন নতুন বই??????
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। এবারের বইমেলায় বই আসবে মোট ০৭ টি। পরে ব্লগে নামগুলো দেবো। ভালো থাকবেন। বইমেলায় দেখা হবে। কফির দাওয়াত থাকলো।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩
এহসান সাবির বলেছেন: বই মেলায় নতুন কি বই বের হচ্ছে?