![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
যা যায়, ফেরে না জানি, তবু হাহুতাস পড়ে থাকে ঘাসে
তোমার ভালোবাসা আজ ব্যবহার্য টিস্যু পেপার __
দলেমথে ডাস্টবিনে ফেলা উচ্ছিষ্ট যেন মাসের শেষে
তুমি আজ নষ্ট হওয়া প্রাইভেট কার।
অখচ কত বড়াই ছিলো তোমার ওইটুকু যৌবনসুধার__
দেমাকের স্বরে তোমার কথাগুলো উত্তপ্ত করতো বসন্তবাতাস
তুমি ছিলে একদিন অথই নীলাকাশ
অাজ তুমি মন্থর নদী, অথচ অামি এখনো অকৃতদার।
তোমার অহঙ্কার, তোমার সাতজনমের সঞ্চিত মধু
গোরোচনা জলে অাজ নষ্ট হলো যেন গোয়ালার সবটাই মাটি
মিলনোত্তর যেমন অসার পড়ে থাকে দেহটা শুধু
কে বলবে এখন তুমি সুন্দর শাশ্বত খাটিঁ।
আমি এখনো ফ্রিজের ভেতর বের হওয়া প্রথম গোলাপ
তুমি এখন পঙ্কিল, দুষিত কাদাজল, তোমার সব এখন অপলাপ।
১১.১২.২০১৪
©somewhere in net ltd.