![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তুমি বার বার বলেছিলে, বেলা শেষ হয়ে এলো, ফেরা যাক
সন্ধ্যার আঁধারে কেমন অপূর্ব সুন্দর তা কি জানিতে তুমি ?
বলেছিলে আযানের আগে না ফিরলে কিন্তু বাবা বকবে মাক
ওদিকে যে আমার প্রাণের ভেতর ভালোবাসার কবিতাখানি।
কত আঁধার, সন্ধ্যার অাবছা আলোর ভেতর তোমার অস্পষ্ট মুখ
আঁধারের চাদরে মোড়া তোমার নগ্নদেহের শাখা প্রশাখা __
ভালোবাসার জন্য কত রাত্রি গেছে দিন গেছে আকাঙ্ক্ষায় উন্মুখ
কল্পনার তুলিতে কতদিন তোমার সঙ্গে সঙ্গমের ছবি আঁকা।
কতদিন গেছে, প্রপাতের মুখে দাঁড়িয়ে আমরা লুকিয়েছি পাতার আড়ালে
কুকুরের ভেউ ভেউ শব্দে মিলনের ছন্দে হতো দরপতনের ঝামেলা
তবু আমাদের দেখা হতো আড়ালে আবডালে __
কত রঙিন ছিলো, কত ফলবতি সাবলীল ছিলো সেইসব নিঝুম নিরালা।
তুমি বার বার বলেছিলে আজ নয়, চলো বাসায় ফিরি
ওদিকে তোমার রূপের বহ্নিতে আমি যে মরি মরি !!
১২.১২.২০১৪
©somewhere in net ltd.