|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনুপম অনুষঙ্গ
অনুপম অনুষঙ্গ
	আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমার দৈন্যটুকু আমি লুকিয়ে রাখি
যক্ষের ধনের মতোন আগলে রাখি শীতের চাদরে মুড়ে
আমার দুর্বলতাটুকু আমি ভালো করেই জানি
আমার পৃথিবী তাই আমারি আঙিনা জুড়ে।
ভালোবাসা দিতে চেয়ে দিয়েছো ছলনার অপার বিস্তার
তাতে আমি মনে কিছু করিনি
কেনো না ভাগ্যের কবল থেকে কারো আছে কি নিস্তার ?
সবার ভাগ্যে থাকে না মধুযামিনী।
এই যে আলাদা থাকা, জনমানবের কোলাহলহীন নির্জন দ্বীপে বাস
সেটা তো আমারি সম্ভ্রম রক্ষার কৌশল
কিংবা হতে পারে বড়বেশি দুর্গন্ধময় মানুষের বাতাস
মানুষ আজ দুষিত জলে করে সকালের গোসল।
আমার দৈন্যটুকু আমি জানি
অহেতুক মানুষ করে কানাকানি।
০৩.০১.২০১৫
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:৪২
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:৪২
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:১৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:১৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো বেশ ।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:৪২
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:৪২
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা করি।
৩|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:২৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  দুপুর ১:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: আমার দৈন্যটুকু আমি জানি
অহেতুক মানুষ করে কানাকানি। +
সেটাইতো!
ভালো থাকবেন ভ্রাতা।। 
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:৪৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:৪৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: আমিও সেই কামনা করি, আপনি কি জানেন তা ?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:১৯
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সকাল ৯:১৯
ফারিয়া বলেছেন: দৈন্য টুকু নিয়ে নেই আর ভয়,
দৈন্যই হোক সকল রাজ্য জয়,
দুর্বলতা নাই থাকলো,
সবলতাই একদিন ফিরে টিকলো!