![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কত ভাংচুর, কত দহন ; বধির আবেগের কত বুকফাটা কান্না
রোগাটে হৃদয় নিয়ে বেঁচে থাকি এই শহরের মধ্যবিত্তের ফ্লাটে
মানুষের ভালোবাসার কত মখমলে রঙিন হিরা চুনি পান্না __
আমার শুধু ব্যথা জমে থাকে, যন্ত্রণার মর্মরিত ব্যঞ্জনা স্মৃতিপটে।
চারপাশে জীবনের কোলাহল, প্রবৃদ্ধির হার, আমার শুধু মুদ্রাস্ফিতির ভয়
চারপাশে ভালোবাসার পরিপুষ্ট বাতাস, প্রেমের বেগানা সময় __
চারপাশে সফেদ ইমারতের গগনচুম্বি আকাঙ্ক্ষার লকলকে জিভ ;
নিজেরই মুদ্রাদোষে আজ অামি নিঃসঙ্গ, হাভাতে, হতে চলেছি ক্লিব।
একদা এক স্বপ্নের ঘোড়ায় চড়ে আসি এই রাজপথে
মেধায়, বুদ্ধির প্রবৃদ্ধির হারে সত্য আর সুন্দরের ফুল ফোটাতে চাই
ফুল আর কই ? সব মিথ্যে মেকি আর কামনার নগ্ন শানাই
আমার স্বপ্নদের চালান করে দিয়েছি আজ কাক ডাকা প্রভাতে।
ভাংচুরের শহর ছেড়ে চলো যাবো শ্যাওলার আস্তরপড়া পুরনো ভিটায়
ধানের ছড়া ছড়া শিষের শিশিরে প্রাণ জুড়াবে পৌষের মিষ্টি পিঠায়।
০৪.০১.২০১৫
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০১
অনুপম অনুষঙ্গ বলেছেন: আরামে নাই ভাই ব্যরামে আছি।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০
গাজী মিজান বলেছেন: চারপাশে সফেদ ইমারতের গগনচুম্বি আকাঙ্ক্ষার লকলকে জিভ ;
-খুব ভাল লেগেছে। ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনাকেও
ধন্যবাদ
অজস্র।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪
খেলাঘর বলেছেন:
" রোগাটে হৃদয় নিয়ে বেঁচে থাকি এই শহরের মধ্যবিত্তের ফ্লাটে "
-আছেন তো আরামে, তাই তো কবিতা বেরুচ্ছে বুদবুদের মতো