![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দেখতে দেখতে সময়গুলো শতাব্দীর প্রান্ত ছুঁয়ে গেলো
ভালোবাসাগুলো ঝরাপাতাদের মতোন কেমন বিবর্ণ হয়ে গেলো
হাঁটতে হাঁটতে দেখি পৃথিবীর পৃষ্ঠ দুইঞ্চি পুরো হয়ে গেলো
ফুল ফুটতে ফুটতে দেখি মক্ষিকার গুঞ্জুরিত ব্যঞ্জনা ফিকে হয়ে এলো।
আমাকে ভালোবাসার হাতে রাঙাবে বলে রাত্রি হলো ভোর
আমাকে প্রেমের মদির এক রাত্রি দেবে বলে দিয়েছিলে কথা
তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি আমার গ্রামীণ সদর
তোমার জন্য প্রাচীন বাঙলা থেকে আমদানী করেছি ধ্রুপদী কবিতা।
তোমার জন্য ধানক্ষেত থেকে কুঁড়িয়ে এনেছি ভেরেণ্ডা ফুলের ঘ্রাণ
তোমার জন্য আমি শিশিরের জলে আজ প্রতুষ্যে করেছি স্নান__
তোমার জন্য উৎসবের সাজে আমি বসে আছি যুবরাজ
তোমার জন্য আজ খুলে দেবো বহুদিনের সঞ্চিত ভালোবাসার দেরাজ।
তুমি আসোনি, দেখতে দেখতে সময়গুলো শতাব্দীর প্রান্ত ছুঁইলো
ভালোবাসার হৃদয়ে আমার ঝরাপাতাদের ভীড় উছলালো।
০৬.০১.২০১৫
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা করি। ভালো থাকবেন। খুব খুব ভালো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
তাশমিন নূর বলেছেন: তোমার জন্য ধানক্ষেত থেকে কুঁড়িয়ে এনেছি ভেরেণ্ডা ফুলের ঘ্রাণ
তোমার জন্য আমি শিশিরের জলে আজ প্রতুষ্যে করেছি স্নান__
তোমার জন্য উৎসবের সাজে আমি বসে আছি যুবরাজ
তোমার জন্য আজ খুলে দেবো বহুদিনের সঞ্চিত ভালোবাসার দেরাজ।
চমৎকার!