![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
পৈত্রিক সম্পতি ভেবে ব্যবহার করছি খাসজমি,
সরকারি মাল, অবাধ ক্ষেত্র ভাবছো এই বিস্তীর্ণ জলাধার
শহরের নটি তুমি সর্বত্র অবাধ করছো বিরচণ
বেলেহাজ মহিলার মতোন হেলেদুলে যাও শহরের পথ
হাঁসের মতোন যত্রতত্র করো কত্কত্।
সুপ্তবৃত্তি বিকাশের নামে দুকলম শিখেছিলে
ন্যায় অন্যায় প্রভেদ বুঝতে অধ্যয়ন করেছিলে
নিরন্নের মুখের দিকে চাইবে বলে পাঠ করেছিলে নীতিজ্ঞান
আজ লুটেপুটে খাও, চেটেচুটে সাবার করো কাঁঠালের ভুতি
তৃণমূলের রক্ত চুষে আলীশান ফ্লাট বানায়, ব্যান্ডসংগীতের সুরে
মদির রাত্রির গভীরে ডুবে যাও নারীর নরম পালঙ্কে।
নিরহ জনপদকে দাবিয়ে রাখাই কি শিক্ষা ?
আপন বিলাসের কৌশল করায়ত্ত করাই কি শিক্ষা ?
বিনাশ্রমে অর্জিত অর্থে জীবনযাপণ কি অহঙ্কার ?
তুমি না বলেছিলে, তুমি সন্তান পরেহেজগার বাবার ?
কেনো তবে শিস দাও, ফিনকি দিয়ে বের করো পুলকের শিশির ?
অবৈধ অর্জনে কেনো জীবন যাপণ করো ?
যদি তাই করো, পঠিত বিদ্যার সনদসকল তুমি ছুঁড়ে মারো ডাস্টবিনে
তারপর নগ্নকুকুরের মতোন ঠ্যাং ফাঁক করে ভাঁগাড়ের আবর্জনায়
ছিটাও তোমার অবৈধ গরমজল, তবু মানুষের ভীড়ে করো না কোলাহল।
১২.০১.২০১৫
©somewhere in net ltd.