![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ইচ্ছে হয় ; সব ভুলে যাই
সব ভুলে যাই !!
তুমি একদিন ফিরিয়ে দিয়েছিলে
বাবার পাঠানো টাকায় আমি মেছ খরচ বাঁচিয়ে তোমার জন্য
পহেলা বৈশাখে যে গোলাপ কিনেছিলাম__তুমি তা নাওনি
মনে হয় সেকথা ভুলে যাই।
বাবা মৃত্যুর প্রাকমূর্হতে বলেছিলেন : সবাইকে সংসারী হতে হয়
সংসার-ই বেঁচে থাকার সার্থকতা __বিয়েসাদী কর, বাবা ;
তখন আমার খুব করে লজ্জা হয়েছিলো __
এখন মনে হলে কষ্ট পাই, দুঃখ পাই__কেনো বাবাকে বউ দ্যাখাইনি।
তোমার অপেক্ষায় ছিলাম
তুমি এসে আমার মুত্যুপথযাত্রী বাবাকে বলবে ; ছন্নছাড়া ছেলেটির জীবনের
গুরদায়িত্ব নিয়েছো তুমি। ঘরবেঁধে ভবঘুরে মাতালকে দেবে জীবনের স্বাদ।
সেটা দিতে পারোনি। সেই কষ্ট নিয়ে বেঁচে থাকি আজও : ভেতর দারুণ ক্ষত।
তবু কখনো কখনো মনে হয় ; সব ভুলে যাই...সব ভুলে যাই
বাবার রেখে যাওয়া মাকে দেয়া হারগাছি তোমাকে পরাই।
পুষ্পবিতানে আবার যাই। আবার যাই ...
২৪.০১.২০১৫
©somewhere in net ltd.