![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কষ্টের ভারে পড়ে থাকি__নিথর পাথরের মতোন
অনুভূতিহীন এক জড়ের কঙ্কাল
চারপাশে মানুষের কত হট্টোগোল __ইমারতের উর্ধ্বশ্বাস
সয়ে সয়ে আমি আজ মাটির পুতুল।
বাঁচার তবু সাধ হয়__
যদি ভালোবেসে আবার আমাকে দাও তোমার অনাঘ্রাত মন
যদি আবার খুলে দাও তোমার হৃদয়ের বোতাম
যদি আবার সময় হয় স্বপ্নপুরীর মেলায় একাকার অনুক্ষণ
যদি আবার উড়ে দিতে পারো নৌকোর বাদাম।
সময় তবু যায়__অবিরাম নদীর তরঙ্গমালা ধেয়ে ধেয়ে যায় __
আমাদের যাপিত জীবনের পুঁজ, রক্তরস, ছেঁড়া তেনা পাললিক ভূমি হয়
ভালোবাসার সুবাসগুলো প্রতি বর্ষায় জল হয়ে ঝরে আষাঢ়ে ; শ্রাবণে
তবু মাটি আর আকাশের থাকে গভীর প্রণয়।
তুমি আমি আজ বহুবহুদূর
কষ্টের ভারে ভালোবাসা তবু কত সুমধুর সুমধুর !!
০২.০৩.২০১৫
©somewhere in net ltd.