![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
এই তো আর মাত্র ক'টা দিন__দুটো মাস; নয়তো ছয়
বড়জোর এক বছর __
কষ্টরা কে যাবে__সুদিন আসবেই, ভেবো না তোমাকে আবার পরিপুষ্ট ভালোবাসা দেবো
তোমাকে আবার দেবো প্রথম বর্ষার জলভরা মেঘের প্লাবন__রিমঝিম বৃষ্টির গান __
হেমন্তের সোনালী খেতে ফসলের সম্ভার ।
যে ফুলটি এইমাত্র ফুটে প্রকৃতির বুকে ছড়িয়ে দিচ্ছে সুবাস
অবিকল প্রথমপুরুষের বিমুগ্ধ সুবাসে তোমাকে অভিবাদন দেবো __
ভেবো না __অপেক্ষা করো__ধৈর্য ধরো, কিছুকাল, দুটো মাস, বড়জোর এক বছর।
দেশের রাজনৈতিক সহিংসতা, পেট্রল বোমার ঝলসানি, দুর্বৃত্তের পায়তারা একদিন বন্ধ হবে
অপআত্মারা একদিন আঁস্তাকুড়ে নিক্ষেপ হবে, পাপিষ্ট পুরুষের পেট ফুুলে ঢোল হবে __
স্বার্থান্ধ মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে একদিন___দুঃখ কোর না
কষ্টরা কেটে যাবে, সুদিন আসবে একদিন, তোমাকে আবার প্রথম বর্ষার বর্ষণ দেবো।
ফেরাউনের রাজত্ব কি আছে ?
মহাবীর হিটলার ? নেপোলিয়ন বোনাপাট ? কালের গর্ভে হারিয়ে যায় নি কি ?
ধ্বংস হয়নি কি ব্যাবিলন, হরপ্পা আর মহেঞ্জোদারো ?__ দেখোনা বাংলার আনাচে কানাচে
বিহারের ধ্বংসাবশেষ !!
কষ্টের জলে দেহ ধুয়ে প্রথম প্রভাতের মতো ফুটে থাকো __
তোমাকে গুঞ্জরিত মক্ষিকার সংগীতের মুগ্ধতায় ভরিয়ে দেবো__
অপেক্ষা করো ক'দিন, দুটো মাস,
একদিন মেঘ কেটে যাবে__ভালোবাসায় তোমাকে ভরিয়ে দেবো।
০৩.০৩.২০১৫
©somewhere in net ltd.