![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কবিতা লেখা ছেড়ে দেবো ; যদি ভাবি, মনে হয় ; জীবন থেকে পালানো হবে, তাহলে
জীবনের অনবদ্য রূপই তো কবিতা, জীবনের গভীরতা ও তাবৎ সুন্দরই তো কবিতা
কবিতা থেকে পালিয়ে আসা মানেই তো জীবনের উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়া।
কবিতা তাই আমার প্রাত্যহিকতার সঙ্গী__যখন আকাশের নীলে একটি পাখি উড়ে যায়
মনে হয় কবিতার চিএকল্প__যখন বর্ষার রিমঝিম গানে মুখরিত হয় অরণ্যঘর __
মনে হয় কবিতার ছন্দই ঝরছে __তুমি প্রেয়সি কাছে নিবেদন করতে চায় রূপসুধা
মনে হয় কবিতার রস,__তবে কি করে কবিতাহীন জীবন আশা করা যায় ?
অথচ কবিরা কত অপাংক্তেয় এই বাংলাদেশে__কবি মানে একটি আতঙ্কের নাম এই দেশে
কবি মানে ছন্নছাড়া জীবন এক। অথচ জীবনহীনতায় কোনো কবিতাই জন্ম হয় না।
কবিতার সঙ্গে ঘর করি প্রতিদিন, কবিতার কাছেই তো জমা থাকে জীবনের ঋণ __
কবিতাকে ভালোবেসেই তো পদ্মা মেঘনা যমুনার পলি প্লাবিত সমভূমি __
কবিতাই প্রাণের সুবাসে দিয়ে যায় আদিম গানের ব্যঞ্জনা, ঘরগিরস্তির সূুত্রাবলি
কবিতাই বাঁচিয়ে রাখে কালজয়ী প্রেমের উপাখ্যান
কবিতাকে বুকে ধরে তাই পথ চলা, কবিতার সঙ্গে আমার যত ছলাকলা ....
০৪.০৩.২০১৫
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: অনেক ধন্যবাদ শুভ কামনা।
২| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩
হাবিব কবি বলেছেন: কবিতা রচনা কবির উদ্দৈশ্য হতে পারে না, কবিতা হল ইশকের তাজাল্লিয়াত উপলদ্ধির সুন্দরতম মাধ্যম।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: অনেক ভালো বলেছেন। সুন্দর। ধন্যবাদ। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১
হামিদ আহসান বলেছেন: সুন্দর লিখেছেন .......++++